সেন্ট ব্যবহারের হুকুম ও জুতা পায়ে রেখে জানাযা নামাজ পড়ার হুকুম

জিজ্ঞাসা : সেন্ট যার মধ্যে সাধারণত এলকোহল মিশ্রিত করা হয়। তা ব্যবহার করা জায়েয কি না? এবং তা ব্যবহার করে নামাজ পড়া জায়েয হবে কি না? শরিয়তের দৃষ্টিতে এর হুকুম কী?
হাফেজ মাহমুদুল হাসান
ত্রিশাল, মোমেনশাহী
জবাব : বর্তমানে বাজারে যে সেন্ট পাওয়া যায় তাতে সাধারণত আঙ্গুর বা খেজুরের রস থেকে প্রস্তুত কৃত এলকোহল থাকে না; বরং বিভিন্ন শস্যদানা, গাছ-পালার খাল, পেটোল ইত্যাদি জিনিস থেকে প্রস্তুতকৃত এলকোহল মিশানো হয়, যা নাপাক নয়। সুতরাং তা ব্যবহার করা ও তা ব্যবহার করে নামাজ আদায় করা জায়েজ হবে।
(তাকমিলাতু ফাতহিল মুলহিম : ৩/৬০৮, বুহুস : ১/৩৪১)
জিজ্ঞাসা : আমরা সাধারণত দেখি যে, জুতা সেন্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া হয় না। তবে জানাজার নামাজের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই জুতা সেন্ডেল পায়ে দিয়ে বা খুলে এর উপর দাঁড়িয়ে নামাজ আদায় করে থাকে। এখন প্রশ্ন হলো এমতাবস্থায় নামাজ হবে কিনা?
মুহাম্মদ আব্দুল করীম মোহাম্মদুপুর, ঢাকা

জবাব : জুতায় কোনো নাপাকি না থাকলে তা পায়ে দিয়ে কিংবা এর উপর পা রেখে জানাজার নামাজ পড়তে কোনে অসুবিধা নেই।
(আল বাহরুর রায়েক : ২/৩১৫, এমদাদুল আহকাম : ২/৪৪৬)