জামিয়া পরিচিতি

জামিয়া রাহমানিয়া আরাবিয়া প্রতিষ্ঠাকাল থেকে ২০২১ইং সন পর্যন্ত শাইখুল হাদিস রহ. ও তার উত্তরসূরিদের পরিচালনায় সুষ্ঠু-সুন্দর ও সুনামের সাথে পরিচালিত হতে থাকে। কিন্তু ৮ জিলহজ্ব ১৪৪২ হি. ১৯ জুলাই ২০২১ইং সোমবার এক বিশেষ পরিস্থিতিতে জামিয়ার ভবন ছেড়ে দিতে হয়। এহেন পরিস্থিতিতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. কে কেন্দ্র করে যে মারকাজি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছিলো, সে ধারা অব্যাহত রাখতে নতুনভাবে কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দেয়। সে প্রয়োজনীয়তা পূরণে আল্লাহ তা’আলার মেহেরবানিতে শাইখ রহ. এর সুযোগ্য সাহেবজাদা ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দীর্ঘদিনের দক্ষ মুহতামিম মাওলানা মাহফুজুল হক, শাইখ রহ. এর ঘনিষ্ঠ সহকর্মী মুরুব্বি মুহাদ্দিসিনে কেরাম ও অন্যান্য সান্নিধ্যপ্রাপ্ত সহযোগীদের সাথে নিয়ে সকল শিক্ষক, স্টাফ ও ছাত্রের বিশাল পরিবারসহ জামিয়া রাহমানিয়া আজিজিয়া নামে একটি প্রতিষ্ঠান মোহাম্মদপুর বছিলা অঞ্চলে প্রতিষ্ঠা করেন।
যেখানে কওমি নেসাবের প্রারম্ভিক স্তর মক্তব, হিফজ বিভাগ থেকে শুরু করে সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস ও তাখাসসুসসহ সকল বিভাগের শিক্ষা কার্যক্রম ব্যাপক পরিসরে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং  চতুর্মুখী যোগ্যতা সম্পন্ন বিচক্ষণ আলেমে দ্বীন জাতিকে উপহার দেয়ার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রতিটি ছাত্রকে কুরআন-সুন্নাহর শিক্ষায় পারদর্শী করার পাশাপাশি ব্যক্তি জীবনে আদর্শবান খোদাভীরু মানুষ গড়ে তোলা ও  জনসমাজে ইসলামি শিক্ষার সুফল পৌঁছে দেয়ার লক্ষ্য সামনে রেখে জামিয়ার রয়েছে বহুমুখী কর্মসূচি।

জামিয়ার শিক্ষাধারা

জামিয়া রাহমানিয়া গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে জামিয়া সাজিয়েছে তার পাঠনদান পদ্ধতি। শিশু শ্রেণী থেকে শুরু করে সবোর্চ্চ দাওরায়ে হাদীস, ইফতা, তাফসীর, উলূমুল হাদীস, ইসলামের ইতিহাস, আরবী ও বাংলা সাহিত্য সহ বিভিন্নিমূখী পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করে চতুর্মূখী যোগ্যতাসম্পন্ন বিচক্ষণ আলেমে দ্বীন জতিকে উপহার দেওয়ার সুখ্যাতি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে গেছে। সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে পর্যায়ক্রমে মৌলিকভাবে কুরআন, হাদীস, ফিকাহ, তাফসীর, উসূল, আকায়িদ, বৈষয়িক পর্যায়ে আরবী সাহিত্য , বাংলা সাহিত্য, ব্যাকরণ , নাহু , সরফ , বালাগাত সহ বাংলা, ইংরেজী, গণিত , ইতিহাস ,ইতিহাস, ভূগোল দর্শন ইত্যাদি সমূদয় বিষয়ে প্রয়োজন পরিমানে শিক্ষা দেয়া হয়। শিক্ষার পাশাপাশি জনসমাজে ইসলামী শিক্ষার সুফল পৌঁছে দেয়ার মহান লক্ষ্যে জামিয়া বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে। সব মিলিয়ে জামিয়া রাহমানিয়া বহু বিভাগ সমন্বিত একটি মহা প্রকল্প।

জামিয়ার শিক্ষা সফলতা

প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য অর্জন করার ফলে। অতি অল্প সময়ে এ প্রতিষ্ঠানটির সুনাম-সুখ্যাতি বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। সার্বিক দিক বিবেচনায় এ প্রতিষ্ঠানটি উলামায়ে কেরাম ও সুধী মহলের নিকট ব্যাপকভাবে সমাদৃত হয়। অপর দিকে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর আ্ন্তরিক প্রচেষ্টার ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষাসমূহে বিভিন্ন মারহালায় মেধা তালিকায় সম্মানজক স্থান অধিকার করে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।