বিশ্ব ইজতেমা আমাদের জন্য আল্লাহর বড় নিয়ামত
মাওলানা মাহফুজুল হক আগামি কাল থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম অংশ। এ অংশে ঢাকাসহ অনেক জেলার জমায়েত হবে টঙ্গীর ঐ তুরাগ নদীর তীরে। মুখে লা-ইলাহার জিকির আর অন্তরে দ্বীনের দাওয়াতের অধম্য স্প্রীহা নিয়ে ইতোমধ্যে রওয়া হয়েছে তাবলীগের সাথীরা। রাহমানিয়া বরাবরই একাজে অংশগ্রহণ করে সকলের আগে। হযরত শাইখুল হাদিস রহ. বলতেন- তাবলীগ হলো জীবনের …