কারো ফেলে যাওয়া বস্তুর হুকুম
প্রশ্ন: লোকেরা অনেক সময় আমার পিতার গাড়িতে জিনিস পত্র রেখে যায়। আমার পিতার কর্ম পদ্ধতি হচ্ছে, জিনিসের মালিক যদি এক মাসের মধ্যে ফিরে না আসে তাহলে তিনি তা নিজের কাছে রেখে দেন। জানার বিষয় হচ্ছে, জিনিসটির মালিক ফিরে এসে যদি জিনিসটির দাবী না জানায় তাহলে তা আমার পিতার জন্য হালাল হবে কি না? মুহাম্মাদ কিফায়াত …