ফিরআউনের মৃত্যু কোথায়?

জিজ্ঞাসা: আমি ছোট থেকে শুনে এসেছি যে ফিরআউনের লাশ নীলনদেই হয়েছে কিন্তু ইদানিং শুনা যাচ্ছে লোহিত সাগরে হয়েছে। বিষয়টা দলিলসহ জানাবেন। জাযাকাল্লাহ। নিবেদকঃ আব্দুর রাহমান জবাব: ফিরআউনের নীলনদে ডুবে মরার কথাটি সঠিক নয় । সঠিক হল, তার মৃত্যু লোহিত সাগরেই হয়েছে। দেখুনঃ (সহীহ্ বুখারী-৪/১৭৬৪; রুহুল মাআ’নী-৩/৩৯; তাফসীরে মাযহারী-১/৬৮)