হস্তমৈথুনের কারণে গোসল ফরজ হওয়া।

জিজ্ঞাসা: আমাদের এলাকার এক লোক প্রায় সময় মানুষহীন স্থানে গিয়ে হস্ত দ্বারা বীর্য বের করে। কিন্তু পরবর্তীতে গোসল করে না। তো জানার বিষয় হলো, সে গোসল না করার কারণে নামায কি তার হবে ? কোরআন স্পর্শ করতে কি পারবে ? আর হস্তমৈথুনের কারণে কি রোগ হয় ? বিস্তারিত জানালে উপকৃত হবো।

নিবেদক, মুহা. আরমান, নোয়াখালী

জবাব: হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত করলে গোসল ফরজ হয়। আর গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করে নামায আদায় করা, কুরআনে কারিম স্পর্শ করা সবকিছু হারাম।

হ্যাঁ, হস্তমৈথুন শারীরিক-মানসিক বিভিন্ন জটিল সমস্যা তৈরি করে। এর কারণে জীবন-যৌবন অনেক সময় বড়ো ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। যেমন, যৌন শক্তি দুর্বল হওয়া, খুব অল্প সময়ে বীর্যপাত ঘটা, শরীর দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি। এছাড়া আরো অনেক সমস্যা হতে পারে।

উল্লেখ্য, শরিয়তের দৃষ্টিতে হস্তমৈথুন বৈধ নয়। কেননা আল্লাহ তায়ালা এ ব্যাপারে কুরআনে কারিমে এরশাদ করেছেন “আর যারা এছাড়া (অর্থাৎ নিজ বিবাহিত স্ত্রী বা দাসীর সাথে সহবাস করা ছাড়া যৌন সম্ভোগের অন্য কোন পথ) খুঁজবে ওরাই হবে সীমালঙ্ঘনকারী। সূরা মু‘মিনুন-৭

দেখুনঃ (সূরা মু‘মিনুন-আয়াত:৭; হেদায়া-১/৩১; ফাতাওয়ায়ে তাতারখানিয়া-১/২৯০; আলবাহরুর রায়েক-২/৪৭৫; আদ্দুররুল মুখতার-২/৩৯৯)