জিজ্ঞাসা: হযরতের কাছে আমার জানার বিষয় হলো, যেসব ফরজ নামাযের কাযা পড়া হয় ঐসব নামাযের সুন্নত কিংবা নফলের কাযা আছে ? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক, মুহা. তারেক,হাজারিবাগ, ঢাকা।
জবাব: সুন্নত এবং নফলের কাযা আদায় করতে হয় না। তবে ফজরের সুন্নত এক্ষেত্রে ব্যতিক্রম। কখনো ফজরের সুন্নত নামায ফরজসহ কাযা হয়ে গেলে ওই দিন সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের পূর্বে কাযা পড়লে ফজরের সাথে সুন্নতও আদায় করে নিবে। আর শুধুমাত্র সুন্নত কাযা হয়ে গেলে সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের পূর্বে আদায় করে নেওয়া উত্তম।
উল্লেখ্য, যোহরের ফরজের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে ফরজ পরবর্তী দুই রাকাত সুন্নতের পর যোহরের ওয়াক্তের ভিতরে তা আদায় করতে হয়। যোহরের ওয়াক্ত শেষ হয়ে গেলে তার কাযা আদায় করতে হবে না।
দেখুনঃ (বাদায়েউস সানায়ে ১/৬৪৩; ফাতাওয়ায়ে তাতারখানিয়া ২/৩০২; আল বাহরুর রায়েক ২/১৩২; রদ্দুল মুহতার ২/৫১৩; সুনানে তিরমিযি, হাদিস ১৮৩)