জিজ্ঞাসা: ভ্রু-প্লাক করার বিধান কী?
নিবেদকঃ মাওলানা আনিসুর রহমান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া
জবাব: ভ্রু যদি অতিরিক্ত বেশি হয়ে যায় যে দেখতে খারাপ দেখা যায়। তাহলে তা কেটে স্বাভাবিক অবস্থায় রাখা জায়েয আছে। তবে শুধুমাত্র ফ্যাশনের জন্য ভ্রু-প্লাক করা জায়েয নেই।
দেখুনঃ (সহীহ বুখারী-৭/১৬৬; ফাতাওয়ায়ে শামী-৬/৩৭৩; আহসানুল ফতোয়া-৮/৭৪)