দ্বীনি মাহফিল কুরআন তিলাওয়াত দিয়ে শুরু করা

জিজ্ঞাসা: আমরা বিভিন্ন মজলিসে ও মাহফিলের প্রারম্ভে বরকতের জন্য পবিত্র কোরআনে পাকের তিলাওয়াত করে থাকি। কিন্তু দেখা যায়, অনেকেই অবহেলায় ও অসচেতনতায় কোরআনের তিলাওয়াত শ্রবণ করছে না।
জানার বিষয় হলো, এরকম মজলিসের প্রারম্ভে কোরআন তিলাওয়াত বৈধ কিনা? ইসলামের সোনালী যুগে এর কোনো প্রচলন ছিলো কিনা? তা জানিয়ে ইসলামের সঠিক বিধানের উপর আমল করার সুযোগ করে দিবেন।
নিবেদক,
ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া, টাঙ্গাইল।

জবাব: দ্বীনি কোনো মাহফিল কুরআনুল কারিম তিলাওয়াতের মাধ্যমে শুরু করা হাদিস শরিফ দ্বারা প্রমাণিত। সালাফের যুগ থেকে এর ধারা চলে আসছে। তবে, কোনো স্থানে কুরআনুল কারিম তিলাওয়াত করতে চাইলে অবশ্যই তার আদব ও সম্মান রক্ষা করেই করতে হবে। তিলাওয়াতের প্রতি শ্রোতারা অমনোযোগী ও অসচেতন থাকাবস্থায় তিলাওয়াত করা যেহেতু কুরআনুল কারিমের আদব ও সম্মান পরিপন্থি, তাই তাদেরকে মনোযোগী না করে তিলাওয়াত করা ঠিক হবেনা।

দেখুনঃ (মুসতাদরাকে হাকেম-১/১৭২, হা. নং:৩২২; ফাতহুল মুগীস-৩/২৫৪; ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৬৫; ফাতাওয়ায়ে শামী-২/২৬৮)