দান-সাদাকাহ

জিজ্ঞাসা: বর্তমান করোনা পরিস্থিতিতে মসজিদের ফান্ড থেকে গরিব-মিসকিন কে দেওয়া যাবে কী?

 নিবেদক, মাওলানা আনিসুর রহমান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া।

জবাব: মসজিদ ফান্ডের টাকা মসজিদের প্রয়োজন ছাড়া অন্য কোন খাতে খরচ করা জায়েয নেই। তাই মসজিদের ফান্ড থেকে গরিব-মিসকিন কে দান করা যাবেনা।

দেখুনঃ (ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/৪৬৩; ফাতাওয়ায়ে শামী-৪/৩৪৩; ফাতাওয়ায়ে মাহমুদিয়া-১৫/৩৪৬)

Leave a Comment