জিজ্ঞাসা: আমার আইডি কার্ডটি লেমেনেটিং করা। একবার এটা পেশাব খানায় পেশাবের উপর পড়ে যায়। অনেক কষ্টে উঠিয়ে টিস্যু দ্বারা ভালোমতো মুছে ফেলি। তারপর সেটা পকেটে নিয়ে নামাজ আদায় করি। কয়েক দিন পর সেটা হাতে নিয়ে নাকের কাছে নিয়ে দেখলাম কেমন যেন পেশাবের দুর্গন্ধ। পরে পানি দিয়ে ধুয়ে ফেলি। এখন এখন আমার প্রশ্ন হলো, ঐ নামাজগুলো হয়েছি কি? সেটা পাক করার নিয়ম আসলে কি?
নিবেদক, আবু মুহাম্মদ, টাঙ্গাইল।
জবাব: যে জিনিস নাপাকির আর্দ্রতা শোষণ করতে পারেনা, তা পবিত্র কাপড়, টিস্যু ইত্যাদি দ্বারা ভালোভাবে মোছার মাধ্যমে পবিত্র হয়ে যায়। সেমতে আপনার আইডি কার্ডটি টিস্যু দ্বারা ভালোভাবে মোছার কারণে পবিত্র হয়ে গিয়েছে। সুতরাং তা পকেটে নিয়ে আপনি যে কয় ওয়াক্ত নামাজ আদায় করেছেন, তা সহিহ হয়েছে। আর পরবর্তীতে তা থেকে সামান্য পরিমাণ দুর্গন্ধ আসায় নামাজে কোন ক্ষতি হয়নি।
দেখুনঃ (হিদায়া ১/৭৩; বাদায়েউস সানায়ে’-১/২৪২; আলবাহরুর রায়েক-১/২২৫; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী-১/১৬৩; ইনায়া-১/১৯৮)